০৪ মে ২০২৫, রবিবার



অর্থনীতি
প্রিন্ট

হিজবুল্লাহর ড্রোন হামলায় ৩১ ইসরায়েলি সেনা আহত

ঢাকা বিজনেস ডেস্ক || ১৮ অক্টোবর, ২০২৪, ০৯:১০ পিএম
হিজবুল্লাহর ড্রোন হামলায় ৩১ ইসরায়েলি সেনা আহত


হিজবুল্লাহর চালানো একটি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে প্রায় ৩১ জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।  বৃহস্পতিবার  (১৭ অক্টোবর) দক্ষিণ লেবাননের সীমান্ত অঞ্চলে ইসরায়েলি সৈন্যদের একটি জমায়েত লক্ষ্য করে হিজবুল্লাহ ড্রোন হামলা চালায়।  সূত্র: ইরনা

স্থানীয় ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, এই হামলায় প্রায় ৩১ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে।

অন্যদিকে কিছু সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে, গত রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘর্ষের সময় আহত হওয়া তিন ইসরায়েলি সৈন্যকে চিকিৎসার জন্য জিভ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনার ফলে ইসরায়েলি বাহিনীর মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে সংঘাত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় এ সংঘর্ষে বেশ হতাহতের ঘটনা ঘটছে। 



আরো পড়ুন