০৫ মে ২০২৫, সোমবার



রংপুরের কাছে হেরে গেলো ঢাকা ক্যাপিটাল

ঢাকা বিজনেস স্পোর্টস ডেস্ক || ৩১ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ এএম
রংপুরের কাছে হেরে গেলো ঢাকা ক্যাপিটাল


একাদশ বিপিএলের সান্ধ্যকালীন দ্বিতীয় ম্যাচে মাঠে নামে গ্লোবাল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন রংপুর রাইডারস এবং ঢাকা ক্যাপিটাল। আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পান রংপুরের অধিনায়ক নূরুল হাসান সোহান। ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেন ১৯১ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ১৫১ রানে থেমে যায় ঢাকা। নিজেদের প্রথম ম্যাচে রংপুরের কাছে ৪০ রানে পরাজয় বরণ করে ঢাকা ক্যাপিটাল। ম্যাচ সেরা হোন রংপুরের খুশদিল শাহ। 

১৯২ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ঢাকা। ৪.৫ ওভারে ফ্লাড লাইটের আলো নিভে যায়। খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। ৬৫ রানে (৭.৩ ওভার) পড়ে প্রথম উইকেট। তানজিদ হাসান তামিম আউট হন ২১ বলে ৩০ রান করে। মেহেদির বলে ক্যাচ নেন সাইফ হাসান। উইকেটে আসেন হাবিবুর। প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি। পরের বলেই ক্যাচ দেন টেলরকে। তৃতীয় উইকেট পড়ে ৭৩ রানে, ২৭ বলে ৩১ রান করে হেলসকে ক্যাচ দিয়ে ফিরেন লিটন দাস। সেটা ছিল দশম ওভারের প্রথম বল। তবে চমক ছিল ওই ওভারের পঞ্চম বলে, ফরমানুল্লাহ সাফি বোল্ড হয়ে যান। মেহেদীর শর্ট লেন্থ ইনসাইডার আঘাত হানে অফ স্ট্যাম্পে।   ৭৫ রানে পড়ে চতুর্থ উইকেট। দশ ওভারে ঢাকার সংগ্রহ ৭৫। 

১১.৩ ওভারে রংপুরের সংগ্রহ ছিল ২ উইকেটে ১০০। অন্যদিকে সেসময় ঢাকার সংগ্রহ ৯১ রান, ৪ উইকেটে। তবে কামরুল ইসলাম রাব্বির করা ১২ তম ওভারের শেষ বলে থিসারা পেরেরা আউট হলে চাপে পড়ে ঢাকা। ততক্ষনে আস্কিং রেট চলে যায় ১২ এর উপরে। খুশদিল শাহ’র পরের ওভারে সহজ ক্যাচ দিয়ে ফেরেন আলাউদ্দিন বাবু (২ বলে ১ রান)। ১৩ ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে ১০১। স্পিনার রাকিবুলের পরের ওভারের শেষ বলে আমির হামজা ফেরেন কোনো রান না করেই। ১৪ ওভার শেষে ঢাকা ১০৭/৭। 

১৫ তম ওভারে স্টিফেন ইসকিনাজিকে ফিরতে হয় ২১ বলে ১৭ রান করে। রিভিউ নিয়েও এলবিডব্লিউ থেকে নিজেকে বাঁচাতে পারেননি তিনি। অষ্টম উইকেট পড়লে জয়ের আশা ফিকে হয়ে যায় ঢাকার। শেষ চার ওভারে তাদের দরকার ছিল ৬১ রান।  ১৪৩ রানে পড়ে নবম উইকেট। মুকিদুল করতে পারেন ১১ বলে ১৮ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন মোস্তাফিজ। শেষ ওভারে দরকার ছিল ৪৮ রান, যা একরকম অসম্ভব। হয়েছেও তাই-ই। ওই ওভারে ৭ রান নিয়ে ১৫১ তে থেমে যায় ঢাকা। ফুল ব্যাটিং ট্র্যাক থাকলেও নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচও হারে ঢাকা। 

রংপুরের বোলারদের মধ্যে মেহেদী হাসান নেন ৪ উইকেট। খরচ করেন ২৭ রান। খুশদিল শাহ পান ২ উইকেট। একটি করে উইকেট নেন রাকিবুল, সাইফুদ্দিন এবং কামরুল ইসলাম রাব্বি। 

অন্যদিকে প্রথম ইনিংস ৬ উইকেট হারিয়ে ১৯১ রান তুলতে পারে রংপুর। স্টিভেন টেলর ৭ বলে ১৪, অ্যালেক্স হেলস ৬ বলে ৫, সাইফ হাসান ৩৩ বলে ৪০, ইফতেখার আহমেদ ৩৮ বলে ৪৯, খুশদিল শাহ ২৩ বলে অপরাজিত ৪৬, সোহান ১১ বলে ২৫ এবং মেহেদি হাসান ১ বলে ১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১১ রান। 

২০ রানে পড়ে তাদের প্রথম দুই উইকেট। তৃতীয় উইকেট পড়ে ১০৯ রানে। এরপর ১৩২রানে চতুর্থ এবং পরের দুই উইকেট পড়ে ১৭৩ রানে। 

ঢাকা ক্যাপিটালের পক্ষে ৩ উইকেট নেন আলাউদ্দিন বাবু, যদিও তিনি খরচ করেন ৪৩ রান। ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ। সবচেয়ে খরুচে ছিলেন মোস্তাফিজ। ৪ ওভারে ৪৮ রান দিয়ে তিনি পান এক উইকেট। আমির হামজা ৩ ওভারের ৩৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। নাজমুল ইসলাম ৪ ওভারে ২৬ এবং ফরমানুল্লাহ ১ ওভারে ১২ রান দেন। 



আরো পড়ুন