০৫ মে ২০২৫, সোমবার



এক সরিষায় স্বপ্ন দেখছেন ৯০ হাজার

হবিগঞ্জ প্রতিনিধি || ২৭ জানুয়ারী, ২০২৫, ০৯:০১ এএম
এক সরিষায় স্বপ্ন দেখছেন ৯০ হাজার


সরিষার মধ্যে অন্যতম বিনা সরিষা-৯। অন্যান্য সরিষা চাষের চেয়ে বিনা সরিষা-৯ চাষে খরচ কম। অল্প খরচে বেশি লাভবান হওয়া যায়। এজন্য হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের কৃষক বিশ্বজিৎ ভট্টাচার্য সরিষার চাষের প্রস্তুতি নেন। 

কৃষি অফিসের পরামর্শ নিয়ে প্রায় ৭০ শতক জমি আবাদ করেন বিশ্বজিৎ।  সরিষা  বিক্রি করে ৯০ হাজার টাকা আসার সম্ভাবনা রয়েছে। এখানে চাষে খরচ হয়েছে প্রায় ৫ হাজার টাকা।    

কৃষক বিশ্বজিৎ ভট্টাচার্য জানান, জমিতে ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে বীজ বপন করেন উন্নতজাতের সরিষার বীজ। চাষে প্রায় ৫ হাজার টাকা খরচ হয়েছে। সরিষার গাছে গাছে হলুদ ফুল বাতাসে দুলছে। অনেকেই ক্ষেতে এসে ছবি তুলে মুগ্ধ হচ্ছেন। প্রায় ৭৫ থেকে ৮২ দিনের মধ্যে সরিষা পরিপক্ব হলে সংগ্রহণ করা হবে। সরিষা সংগ্রহ করার পর বিক্রি থেকে প্রায় ৮৫ থেকে ৯০ হাজার টাকা আসবে বলে তিনি আশাবাদী। 

বিশ্বজিৎ বলেন, শীতকালীন ফসল হিসেবে সরিষা চাষ করি। এ জাতের সরিষা চাষে ঝুঁকি কম। সব মাটিতেই সরিষার চাষ হলেও  হালকা দো-আঁশ মাটি সরিষা চাষের জন্য উপযোগী। বৃষ্টিপাত সরিষা চাষের জন্য ক্ষতিকর। গাছের দ্রুত বেড়ে ওঠার জন্য আলোর প্রয়োজন। 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম বলেন, চাকরির পাশাপাশি কৃষি কাজ করেন বিশ্বজিৎ ভট্টাচার্য। এজন্য তাকে পরামর্শ দিয়েছিলাম। তিনি সরিষা করে চাষ করে সফল হয়েছেন। তার সফলতা দেখে অন্য কৃষকরাও সরিষা চাষে উৎসাহিত হয়েছেন। আশা করি, আগামী মৌসুমে সরিষার চাষ বাড়বে। 

কৃষি কর্মকর্তা বলেন, খরচ কম ও লাভ বেশি হওয়ায় সরিষা চাষ বৃদ্ধিতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে। মূলত এটি একটি শীতকালীন সফল। সরিষার পুষ্টিগুণ প্রচুর। বর্তমানে সরিষার কেজি ১২০ টাকার মতো। এখানে ৭০ শতক জমি থেকে প্রায় ১৫ মণ সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এ হিসেবে বিশ্বজিৎ ভট্টাচার্য ৮৫ থেকে ৯০ হাজার টাকার সরিষার ফলন আশা করছেন। 



আরো পড়ুন