০৫ মে ২০২৫, সোমবার



অর্থনীতি
প্রিন্ট

ঐতিহাসিক সন্ধিক্ষণে চীন-জাপান ও দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || ২২ মার্চ, ২০২৫, ১০:০৩ পিএম
ঐতিহাসিক সন্ধিক্ষণে চীন-জাপান ও দক্ষিণ কোরিয়া


বৈশ্বিক অনিশ্চয়তা বৃদ্ধির প্রেক্ষাপটে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা পূর্ব এশিয়ায় তাদের নিরাপত্তা এবং অর্থনৈতিক ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে একমত হয়েছেন।কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।    

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইয়ুল বহুকাল ধরে চলে আসা উদ্বেগ নিরসনে একযোগে কাজ ও সহযোগিতার বিষয়ে একমত হয়েছেন। শনিবার (২২ মার্চ) টোকিও থেকে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান ইওয়ায়া।  

২০২৩ সালের পর এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একত্রিত হলেন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর দশকের পর দশক ধরে ওয়াশিংটনের সঙ্গে যেসব দেশের মৈত্রী সম্পর্ক ছিল তাতে পরিবর্তন আনছেন তিনি। যা চীনের জন্য নতুন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে। 

ওই বৈঠকের শুরুতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে এবং এটা বললে অতিরঞ্জন হবে না যে আমরা ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি।’ তিনি আরও বলেন, এই প্রেক্ষাপটে বিভক্তি ও সংঘাত কাটিয়ে ওঠার জন্য সংলাপ ও সহযোগিতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

এই ত্রিপাক্ষিক বৈঠকটি জাপানের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, কারণ চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে জাপানের ঐতিহাসিক ও আঞ্চলিক বিরোধ রয়েছে। 

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন, এ বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং আমরা ইতিহাস পর্যালোচনা করলে ভবিষ্যতকে সুন্দরভাবে গড়তে পারব। 



আরো পড়ুন