০৪ মে ২০২৫, রবিবার



অর্থনীতি
প্রিন্ট

পুতিনের যুদ্ধবিরতিতে সন্দিহান মস্কোর বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক || ২০ এপ্রিল, ২০২৫, ০৩:০৪ পিএম
পুতিনের যুদ্ধবিরতিতে সন্দিহান মস্কোর বাসিন্দারা


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে ইস্টার উপলক্ষ্যে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিলেও মস্কোর বাসিন্দারা একে শান্তির পথ বলে মনে করছেন না। শনিবার মস্কোর দক্ষিণাঞ্চলের এক শান্ত পাড়ায় বাসিন্দারা হতাশ ভঙ্গিতে জানালেন, এই সাময়িক বিরতি যুদ্ধের কোনও সমাধান আনবে না। রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

৬১ বছর বয়সি পেনশনপ্রাপ্ত স্বেতলানা বলেন, ‘আমার মনে হয় না এর কিছু হবে। ইউক্রেন এই চুক্তি মানবে না, তাই এ থেকে কিছুই আসবে না।

৮৫ বছর বয়সি মারিয়া গোরানিনা মনে করেন, ইউক্রেন এই বিরতিকে শুধু পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করবে। 

তিনি বলেন, ‘ওরা আবার সংঘবদ্ধ হয়ে হামলা চালাবে। আমি চাই চিরদিনের জন্য ইউক্রেনের সঙ্গে শান্তি হোক।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়ে দিয়েছেন, কিয়েভ এই যুদ্ধবিরতি মেনে চলবে, তবে একইসঙ্গে তিনি রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে নতুন স্থল ও বিমান হামলার মাধ্যমে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তুলেছেন।

পুতিন গত মাসে যুক্তরাষ্ট্রের ৩০ দিনের পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন, যদিও কিয়েভ তখন সেই প্রস্তাবে সম্মত হয়েছিল। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি দ্রুত ফলপ্রসূ অগ্রগতি না হয়, তবে তিনি আর এই মধ্যস্থতায় থাকবেন না।



আরো পড়ুন