গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে চলমান আগ্রাসনে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২৪০ জনে। সোমবার (২২ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর মেহের নিউজের।
বিবৃতিতে আরও জানানো হয়, নতুন করে আহত হয়েছেন অন্তত ৬২ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৬ হাজার ৯৩১ জনে।
তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর বরাতে জানা গেছে, গাজায় ইসরায়েলি বাহিনীর এই নির্বিচার হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে নিহত ও আহতের সংখ্যা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত ধরে হিসাব করা হচ্ছে। তাদের তথ্য যুক্ত করলে প্রকৃত প্রাণহানির সংখ্যা ৬২ হাজার ছাড়িয়ে যেতে পারে।