আন্ডারস্ট্যান্ডিং নিউ মিডিয়া’ সেমিনারে বক্তারা বলেছেন, কনটেন্ট বা মিডিয়ার বিষয়বস্তু হতে হবে যুগোপযোগী। আধুনিক সমাজ এবং মানুষের মনস্তত্ত্ব বোঝে কনটেন্ট বানালে তা দর্শকরা লুফে নেবে। তবে গতানুগতিক ধারা থেকে বের হয়ে ব্যতিক্রমী এবং সাহসী কিছু করলে তা দর্শকরা ব্যাপকভাবে গ্রহণ করে। সেমিনারে জানানো হয়, প্রতিদিন বিশ্বে ৩ লাখ ঘন্টা ভিডিও আপ হচ্ছে।
সম্প্রতি (২৬ এপ্রিল, শনিবার) রাজধানীর বেইলী রোডে ওই সেমিনারটি অনুষ্ঠিত হয় মহিলা সমিতি মিলনায়তনে। যার আযোজন করে ডিরেক্টরস গিল্ড।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্মাতা শহীদ রায়হান। আলোচনায় অংশ নেন প্রখ্যাত চিত্রপরিচালক মতিন রহমান, ওটিটি প্লাটফরম বঙ্গ’র সিইও মুশফিকুর রহমান মঞ্জু, চিত্র পরিচালক অনিমেষ আইচ প্রমূখ। মোস্তফা মনন এর উপস্থাপনায় মঞ্চে উপস্থিত ছিলেন ডিরেক্টর গিল্ড এর সভাপতি শহীদুজ্জামান সেলিম এবং সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম। ডিরেক্টর গিল্ড সদস্য তথা চলচ্চিত্র ও নাট্য নির্মাতাগণ সেমিনারে অংশ নেন।
মূল প্রবন্ধে বলা হয়, বর্তমানে ৬৪ শতাংশ ভিডিও কনটেন্ট প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোস্যাল মিডিয়ায়। বাংলাদেশে ৫ কোটির মতো মানুষ ফেসবুক ব্যবহার করে, নেট ব্যবহার করে ৭ কোটি মানুষ। ওটিটি প্লাটফর্মে ২ কোাট গ্রাহক আছেন, যাদের থেকে বছরে ৩০০ কোটি টাকা আয় হয়। ২০৩০ সালের মধ্যে এই আয় হাজার কোটিতে পৌছে যাবে।
প্রবন্ধে বলা হয়, বর্তমানে ১২ সেকেন্ডের বেশি দর্শকদের ধরে রাখা যায় না। ১২ সেকেন্ডের মধ্যেই আকর্ষণীয় বিষয়বস্তুর ডেম্যু দেখাতে হয়। তবে কনটেন্ট দেখার প্রবণতা সম্প্রতি ব্যাপকভাবে বেড়েছে। সোস্যাল মিডিয়ার প্রতি মানুষ আসক্ত হয়ে যাচ্ছে। তবে ’র’ বা কাঁচা ভিডিও বেশি দেখে মানুষ। মিডিয়ার সাথে বর্তমানে দর্শকদের ডাইরেক্ট যোগাযোগের পথ তৈরি হয়েছে। এছাড়া টিকটক থেকে শুরু করে শর্টস, রিলস ইত্যাদিতে কমেডি আইটেম যুক্ত হওয়ার দর্শকরা তা গ্রহণ করছেন।
মতিন রহমান বলেন, সাহস করে ব্যতিক্রমী কনটেন্ট তৈরি করতে হবে। আগের সব বদলে যাচ্ছে। নতুন প্রজন্মকে নতুন চ্যালেঞ্জ এর জন্য প্রস্তুত হতে হবে।
অনিমেষ আইচ বলেন, নিউ মিডিয়া চ্যালেঞ্জ নয় বরং তা সাদরে গ্রহণ করতে হবে। আমাদের নিজস্ব নির্মানের মধ্য দিয়ে নিজস্ব রাজনৈতিক সংষ্কৃতি তৈরি করতে হবে। কথা প্রসঙ্গে তিনি জহির রায়হান এবং আব্দুর রহিম অঞ্জন এর নির্মাণ শৈলীর প্রসংশা করেন।
মুশফিকুর রহমান মঞ্জু জানান, প্রতিদিন তিন লাখ ঘন্টার ভিডিও আপ বা প্রকাশ হচ্ছে। সেখানে কোয়ালিটির ইস্যূ আছে। কোয়ালিটি থাকলে দর্শকরা তা গ্রহণ করবেই। তিনি বলেন, ইউনিক এবং ডিফরেন্ট স্টোরি টেলিং লাগবে। ড্রামা সবচেয়ে বেশি চলে কমেডি এরপর রোমান্টিক। তবে থ্রিলারধর্মী কাজ বাংলাদেশে কম হচ্ছে।
সেমিনারে সমাপনী বক্তব্য রাখেন ফরিদুল ইসলাম। তিনি আলোচক এবং অংশগ্রহণকারী নির্মাতাদের ধন্যবাদ জানান। নিউ মিডিয়া নিয়ে এ ধরনের সেমিনার অব্যাহত থাকবে বলে জানান।
#