০৫ মে ২০২৫, সোমবার



সায়েন্সল্যাবে ‘এসি বিস্ফোরণ’, আহত ৩

স্টাফ রিপোর্টার || ০৫ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম
সায়েন্সল্যাবে ‘এসি বিস্ফোরণ’, আহত ৩


রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে ‘এসি বিস্ফোরণে’ ৩ জন আহত হয়েছেন। এ সময় ভবনে আগুন লেগে যায়। এছাড়া একটি দেয়ালও ধসে পড়ে। 

রোববার (৫ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের পাশের একটি ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ফায়ার ফাইটার ও ডিউটি অফিসার আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিউটি অফিসার বলেন, ‘রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজের পাশের ৩ তলা একটি ভবনে এসি বিস্ফোরণে আগুন ধরে যায়। ভবনের দেয়াল আংশিক ধসে পড়ে। সকাল ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।’ 

আনিসুর রহমান আরও বলেন, ‘এসি বিস্ফোরণ হয়েছে, না সিলিন্ডার, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে, কারণ উদঘাটনের চেষ্টা চলছে।’

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন