শিশু-কিশোরদের মোটরসাইকেল নিয়ে রাস্তা বের হতে দেওয়া হবে না বলে শরীয়তপুরের সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র। তিনি বলেন, ‘যদি কোনো কিশোরকে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল দেয়, তাহলে ওই ফিলিং স্টেশনকে জরিমানা করা হবে।’শনিবার (০৮ এপ্রিল ) সদর উপজেলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে তিনি এসব কথা বলেন।
ইউএনও বলেন, ‘১৮ বছরের নিচে যাদের বয়স, তারা অধিকাংশ সময় রাস্তায় বেপোরোয়াভাবে গাড়ি চালায়। বেপোরোয়া গতির কারণে শরীয়তপুর সদরসহ বেশ কয়েকটি উপজেলায় ভয়াবহ মৃত্যু হয়েছে। কিশোররা রাস্তায় মোটরসাইকেল নিয়ে বের হতে পারবে না। এজন্য আমাদের একাধিক ম্যাজিস্ট্রেট রাস্তায় অভিযান পরিচালনা করছেন।’
জ্যোতি বিকাশ চন্দ্র আরও ‘আজ আমরা ৬টি মোটরসাইকেল জব্দ করেছি। এরমধ্যে ৫টি মোটরসাইকেল স্থায়ীভাবে জব্দ করে পুলিশের কাছে দিয়েছি। জেলা প্রশাসনের নির্দেশে আমরা প্রতিদিনই অভিযান পরিচালনা করছি। বাচ্চারা মোটরসাইকেল চালানো বন্ধ না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, শরীয়তপুরে গত ১০ দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত হয়েছে। শরীয়তপুরে কিশোর চালকের সংখ্যা তুলনামূলক বেশি। তাই তাদের জন্য রেড এলার্ট জারি করেছে সদর উপজেলা প্রশাসন।
এই বিষয়ে জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ‘জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের নির্দেশে প্রথম রোজা থেকে সড়ক পথে কিশোর মোটরসাইকেল-চালকদের জন্য রেড এলার্ট জারি করেছি। রাস্তায় কোনো কিশোরকে যদি মোটরসাইকেল চালাতে দেখি, তাহলে সঙ্গে সঙ্গে তার মোটরসাইকেলটি জব্দ করে থানায় দিয়ে দিচ্ছি।’
ঢাকা বিজনেস/সাইফুল/এনই /