০৫ মে ২০২৫, সোমবার



কর্পোরেট কর্নার
প্রিন্ট

পলাশ মধুর সঙ্গে ভিসতার কোনো সম্পর্ক নেই

ঢাকা বিজনেস ডেস্ক || ২০ এপ্রিল, ২০২৩, ০৯:৩৪ এএম
পলাশ মধুর সঙ্গে ভিসতার কোনো সম্পর্ক নেই পলাশ মধু (ফাইল ছবি)


দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি ভিসতার সঙ্গে পলাশ মধুর কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।  আর্থিক অনিয়মের দায়ে  ২০২২ সালের সেপ্টেম্বর কোম্পানির এক্সিকিউটিভ, করপোরেট অ্যাফেয়ার্সের পদ  বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভিসতার অ্যাডমিন অ্যান্ড এইচআর এক্সিকিউটিভ মেনুকা তাসনিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পলাশ মধু, পিতা-পরিমল মধু,মাতা-পার্বতী মধু, জাতীয় পরিচয়পত্র নম্বর 508 321 1812. তিনি ২০২১ সালের ১৫ ডিসেম্বর ভিসতায় এক্সিকিউটিভ, করপোরেট অ্যাফেয়ার্স পদে জয়েন করেন। এর কিছুদিন পর থেকে তার আর্থিক অনিয়মের বিষয়গুলো ধরা পড়ে। এই বিষয়ে তাকে মৌখিক ও লিখিতভাবে শোকজ করার পর তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।  তদন্তে তার আর্থিক অনিয়মের বিষয়টি প্রমাণিত হলে তাকে কোম্পানি রুলস অনুযায়ী ২০২২ সালের সেপ্টেম্বরে বরখাস্ত করা হয়। 

বর্তমানে তার সঙ্গে ভিসতার কোনো সম্পর্ক নেই। তিনি ভিসতার  কোনো দায়িত্বে নিয়োজিত নন। সুতরাং তার সঙ্গে ভিসতার ডিস্ট্রিবিউটর, ডিলার কিংবা গ্রাহক, কেউ যেন ভিসতার কোনো আর্থিক লেনদেন না করেন। এরপরও কেউ যদি তার সঙ্গে ভিসতার কোনো আর্থিক লেনদেন করেন, তাহলে তার কোনো দায়-দায়িত্ব ভিসতা কর্তৃপক্ষ নেবে না। বিজ্ঞপ্তি

/ঢাকা বিজনেস/



আরো পড়ুন