০৫ মে ২০২৫, সোমবার



অর্থনীতি
প্রিন্ট

সুদানে মার্কিন দূতাবাস বন্ধ, সরানো হলো কূটনীতিকদের

ঢাকা বিজনেস ডেস্ক || ২৩ এপ্রিল, ২০২৩, ০৫:৩৪ এএম
সুদানে মার্কিন দূতাবাস বন্ধ, সরানো হলো কূটনীতিকদের


সুদানের খার্তুম থেকে মার্কিন কূটনীতিক ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (২২ এপ্রিল)  ভোরের দিকে মার্কিন সেনাবাহিনী তাদের সরিয়ে নেয়। রোববার (২৩ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে সুদানের সামরিক বাহিনী ও আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াই শুরু হয়। সপ্তাহজুড়ে সংঘাতে দেশটিতে এখন পর্যন্ত ৪ শতাধিক মানুষ নিহত হয়েছেন।

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে সেনাবাহিনী সব ধরনের সুবিধা ও নিরাপত্তা দিতে রাজি হয়েছে। সুদান থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে আগে পরিকল্পনা হয়েছিল। তবে নিরাপত্তার আশঙ্কায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এমন ঘোষণার মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আমেরিকান কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের দেশটি থেকে সরিয়ে নিয়েছে। যুক্তরাজ্য, চীন ও ফ্রান্সের কূটনীতিকদের সামরিক বিমানে করে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।  

আরএসএফ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সরানোর অভিযানে ছয়টি বিমান ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তারাও এতে সহায়তা করেছে। তবে ঠিক কতজনকে সুদান থেকে সরিয়ে নেওয়া হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।  

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সুদানে বেসামরিক শাসন ফিরিয়ে আনা নিয়ে দুই সামরিক অধিনায়কের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্ব থেকে এই লড়াইয়ের সূচনা। সুদানে বর্তমান সামরিক সরকার চলে মূলত সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে। তার সঙ্গে উপনেতা হিসেবে আছেন আরেকটি আধা-সামরিক বাহিনী আরএসএফ-প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি ডাগালো।

বেসামরিক শাসনের পরিকল্পনা অনুযায়ী, এই দুটি বাহিনীকে একীভূত করার কথা। কিন্তু আরএসএফ তাদের বিলুপ্ত করার বিপক্ষে। তারা এই পরিকল্পনা থামানোর জন্য তাদের রাস্তায় নেমে আসে। এতেই সেনাবাহিনী-আরএসএফের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। 

ঢাকা বিজনেস/এনই/ 



আরো পড়ুন