০৫ মে ২০২৫, সোমবার



অর্থনীতি
প্রিন্ট

জামিন পেলেন ইমরান খান

ঢাকা বিজনেস ডেস্ক || ১২ মে, ২০২৩, ১০:৩৫ এএম
জামিন পেলেন ইমরান খান


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ২ সপ্তাহের জন্য জামিনে মুক্তির  আদেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।  শুক্রবার( ১২ মে) বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। পাকিস্তানি গণমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১১ মে)  পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ এবং বেআইনি বলে অভিহিত করেন আদালত।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৯ মে)  আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়।  তার গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশটিতে  পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১০ জন হয়েছেন। এই  ঘটনায় পিটিআইয়ের শত শত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা বিজনেস/এনই



আরো পড়ুন