০৫ মে ২০২৫, সোমবার



অর্থনীতি
প্রিন্ট

ইমরান খানকে ৪ জুন পর্যন্ত জামিন দিয়েছে আদালত

ঢাকা বিজনেস ডেস্ক || ২৩ মে, ২০২৩, ০৯:৩৫ এএম
ইমরান খানকে ৪ জুন পর্যন্ত জামিন দিয়েছে আদালত


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে একাধিক মামলায় জামিন দিয়েছে  ইসলামাবাদের অ্যান্টি টেররিজম আদালত (এটিসি)। মঙ্গলবার (২৩ মে) কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধানকে এই বছরের মার্চ মাসে আদালত কমপ্লেক্সে সহিংসতা সংক্রান্ত ৮টি মামলায় 8 জুন পর্যন্ত জামিন দেওয়া হয়েছিল।

ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও মঙ্গলবার দুর্নীতির একটি মামলায় ৩১ মে পর্যন্ত প্রতিরক্ষামূলক জামিন মঞ্জুর করেছেন ইসলামাবাদের জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) আদালত ।

এর আগে পিটিআই প্রধান বলেছেন, তিনি গত বছরের এপ্রিলে ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে প্রায় ১৫০টি মামলার মুখোমুখি হয়েছেন।

এই দম্পতির বিরুদ্ধে একটি রিয়েলস্টেট টাইকুনকে সুবিধা দেওয়ার বিনিময়ে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় তৈরির জন্য সম্পত্তির উপহার গ্রহণ করার অভিযোগ রয়েছে। ইমরান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ও তার স্ত্রী কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন না।

পাকিস্তানের শীর্ষ বিরোধী নেতার সমর্থকদের ওপর কর্তৃপক্ষ দমন-পীড়নের সময় এই ঘটনাগুলো ঘটে।

এই মাসের শুরুতে ইমরান খান গ্রেপ্তারের পর হাজার হাজার মানুষ বিক্ষোভ, সরকারী সম্পত্তি ও সামরিক স্থাপনায় হামলা করে। এমন অবস্থায় দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে খানকে মুক্তি দেওয়ার পর সহিংসতা কমে যায়। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন