০৫ মে ২০২৫, সোমবার



অর্থনীতি
প্রিন্ট

কলম্বিয়ায় ৬০ লাখ মানুষ গ্যাস থেকে বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক || ২৫ মে, ২০২৩, ০৮:৩৫ এএম
কলম্বিয়ায় ৬০ লাখ মানুষ গ্যাস থেকে বিচ্ছিন্ন


কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬০ লাখ মানুষ পর্যাপ্ত গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন রয়েছেন। বুধবার (২৪ মে) থেকে গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন তারা। 

কর্তৃপক্ষ বলেছে, সম্ভবত ‘তাপীয় অসঙ্গতি’ পাইপলাইনগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। বৃহস্পতিবার (২৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

ইউটিলিটি গ্যাসেস ডি অক্সিডেন্ট জানিয়েছে, মধ্যাহ্ন থেকে ককা এবং ভ্যালে দেল ককার পশ্চিম বিভাগগুলোতে ‘প্রাকৃতিক গ্যাস পরিষেবার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা’ রয়েছে। 

দেশটির খনি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমে এই সংকট আরও ৫টি বিভাগকেও প্রভাবিত করেছে।

পাইপলাইন কোম্পানি ট্রান্সপোর্টাডোরা ডি গ্যাস ইন্টারন্যাশনাল, একটি আগ্নেয়গিরির কাছাকাছি এলাকায় আগুনের শঙ্কায় গ্যাস পাইপলাইনগুলো বন্ধ করে দেওয়া  হয়েছে। পরিষেবাটি পুনরুদ্ধার করতে এক সপ্তাহ সময় লাগতে পারে।

প্রসঙ্গত, কলম্বিয়ার ৫০ মিলিয়ন মানুষের দুই-তৃতীয়াংশই রান্না এবং অন্যান্য ব্যবহারের জন্য জ্বালানির ওপর নির্ভরশীল।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন