১৪ জুন ২০২৪, শুক্রবার



সেরা অভিনেতা চঞ্চল, সম্মানিত আফজাল

বিনোদন ডেস্ক || ০৬ জুন, ২০২৩, ১২:০৬ পিএম
সেরা অভিনেতা চঞ্চল, সম্মানিত আফজাল


বাংলাদেশের নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। ভার্সেটাইল অভিনেতা হিসেবে তিনি এরইমধ্যে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন। ওটিটি দিয়ে মাতিয়েছেন বৈচিত্রময় চরিত্রে। এবার কলকাতায় সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন চান মাঝি অর্থাৎ চঞ্চল চৌধুরী। গেলো ৪ জুন ‘টেলিসিনে অ্যাওয়ার্ডের ২০তম আসর অনুষ্ঠিত হয় কলকাতায়। সেখানে ‘হাওয়া’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পান চঞ্চল। একই মঞ্চে সেদিন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের হাতে আজীবনন সম্মাননা তুলে দেয়া হয়। 

বর্তমানে কলকাতায় রয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘দেশের সিনেমার জন্য বিদেশের মাটিতে পুরস্কার পাওয়া অনেক বেশি আনন্দের। ‘হাওয়া’ সিনেমাটি বাংলা ভাষার দর্শককে যেভাবে মুগ্ধ করেছে তা আমাকে ভালো কাজের প্রেরণা দিচ্ছে। অনেক প্রশংসা পেয়েছি এই সিনেমাটির জন্য। এবার কলকাতা থেকে পাওয়া পুরস্কার বাড়তি প্রাপ্তি যোগ করল। আমি ‘হাওয়া’ টিমের সবাইকে অভিনন্দন জানাই।’

আফজাল হোসেন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘কলকাতার সিনেমা, নাটক, সাহিত্য সবই আমারা দেখি, পড়ি। কিন্তু আমাদের নাটক, সিনেমা, সাহিত্য সেভাবে কলকাতায় পৌঁছায় না। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের কারণে কলকাতার দর্শক নাটক দেখছেন এবং আমাদের শিল্পীদের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন। আমাদের কাজের জায়গার ব্যাপ্তি যদি কলকাতায় বাড়ত তাহলে ঢাকার আর্টিস্টের ব্যস্ততা বাড়ত, কাজের ব্যাপ্তিও বাড়ত এটা আমার পর্যবেক্ষণ।’

তিনি আরও বলেন,  ‘একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীদের দেখা হয়, কথা হয়, ভাবের আদান-প্রদান হয়, সম্পর্কের উন্নয়ন হয় এটা ভালোলাগার বিষয়। অনুষ্ঠানে আমাকে আজীবন সম্মানায় ভূষিত করা হয়েছে। আমি আনন্দিত।’

বর্তমানে চঞ্চল চৌধুরী অভিনীত ‘পদাতিক’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এটি নির্মাণ করেছেন সৃজিত ‍মুখার্জি। ওপার বাংলার কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক এটি। চঞ্চলকে দেখা যাবে মৃণালের চরিত্রে। এছাড়াও তিনি কাজ করছেন বিভিন্ন ওটিটি প্লাটফর্মে। ঈদ উপলক্ষে দেখা যাবে টিভি নাটকেও।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন