১৪ জুন ২০২৪, শুক্রবার



হন্ডুরাসে নারী কারাগারে আগুন, নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক || ২১ জুন, ২০২৩, ০৩:০৬ পিএম
হন্ডুরাসে নারী কারাগারে আগুন, নিহত ৪১


হন্ডুরাসে একটি নারী কারাগারে সংঘবদ্ধ সহিংসতা ও আগুনে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর কারাগারের ফটকে সশস্ত্র সেনা ও পুলিশ দেখা গেছে। এছাড়া অগ্নিনির্বাপক সদস্যরাও সেখানে রয়েছেন।

প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে ব্যাপক সহিংসতার পর কারাগারটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বেশিরভাগই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।

পুলিশের মুখপাত্র এডগার্ডো বারাহোনা জানিয়েছেন, রাজধানী তেগুসিগালপা থেকে ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত ওই কারাগারে মঙ্গলবার সহিংসতার ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে তিনি ৪১ জনের প্রাণহানির কথা জানিয়েছেন। এরা সবাই বন্দী কি-না তা স্পষ্ট করে জানা যায়নি।

কারাগারে আটক বন্দি পরিবারের প্রতিনিধিত্বকারী ডেলমা ওরডোনেজ বলেছেন, সহিংসতায় কারাগারের একাংশ ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার ভোরে একটি গ্রুপের সদস্যরা প্রতিদ্বন্দ্বী গ্রুপের সেলে যায় এবং আগুন ধরিয়ে দেয়।

হন্ডুরান প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো টুইটারে এ ঘটনায় শোক এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। নিরাপত্তার দায়িত্বে থাকা নেতৃবৃন্দকে জবাবদিহির আওতায় আনতে তিনি কঠোর পদক্ষেপ নেবেন।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন