০৫ মে ২০২৫, সোমবার



অর্থনীতি
প্রিন্ট

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে করোনার নতুন ধরন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || ১৯ আগস্ট, ২০২৩, ০৪:৩৮ এএম
যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে করোনার নতুন ধরন শনাক্ত


যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও’র বরাত দিয়ে প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডয়ার একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।

উচ্চ সংক্রমণশীল নতুন এই ধরনটি যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও ইসরায়েলে শনাক্ত হয়েছে। নতুন ধরনটির নাম বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬।

মার্কিন গবেষণা সংস্থা হিউস্টন মেথোডিস্টের ডায়াগনস্টিক মাইক্রোবায়োলজি বিভাগের পরিচালক ড. এস ওয়েসলি লং জানান, করোনার এক্সবিবি পয়েন্ট ১ পয়েন্ট ৫ ধরনটির ৩৬ বারের মিউটেশন শেষে উদ্ভব হয়েছে নতুন এই ভাইরাসটির। করোনার প্রথম দিকে যেসব ধরন আধিপত্যশীল ছিল, সেগুলোর সঙ্গে নতুন ভাইরাসটির সাদৃশ্য রয়েছে।

এদিকে, করোনার নতুন ধরনটি আধিপত্য বিস্তারে সক্ষম কিনা সেটি নিয়ে গবেষণা চলছে। যুক্তরাষ্ট্রের এক গবেষক বলছেন, প্রাথমিক গবেষণায় ভাইরাসটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং টিকা সুরক্ষাকে ফাঁকি দিতে সক্ষম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনার নতুন ভাইরাসটিকে ‘ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং’র তালিকাভুক্ত করা হয়েছে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন