প্রতিটি ওয়ার্ডে ১০ জনের নিচে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার আগ পর্যন্ত মশক নিধন কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আমরা গবেষণা করে প্রতিটি ওয়ার্ডে অভিযান চালাচ্ছি।’ শনিবার (২৬ আগস্ট) দুপুর সোয়া ১২টায় রাজধানীর বাসাবো কালিমন্দির শ্মশান গেইটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিজানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘আমরা দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে এই অভিযান চালাচ্ছি। যেসব ওয়ার্ড বেশি ঝুঁকিপূর্ণ, সেসব ওয়ার্ডে অগ্রাধিকার ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। ফগার মেশিন ব্যবহার করা হচ্ছে, ওষুধ ছিটানো হচ্ছে। বাড়িঘর ভেতরসহ ছাদ পরিষ্কারের কথা বলা হচ্ছে। বাড়ির চারপাশ পরিষ্কার করতে বলা হচ্ছে, নালা-নর্দমা পরিষ্কার করা হচ্ছে।'
ব্যারিস্টার তাপস আরও বলেন, ‘ইতোমধ্যে অভিযানে একটি বাড়ির ছাদে বৃষ্টির পানি জমে থাকায় রেড চিহ্ন দেওয়া হয়েছে। বাকিগুলো পরিষ্কার থাকায় গ্রিনচিহ্ন দেওয়া হয়েছে।’
এ সময় মেয়ের সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাস, সিটি করপোরেশনের ঊধ্বর্তন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
ঢাকা বিজনেস/মাহি/এনই