০৫ মে ২০২৫, সোমবার



ময়মনসিংহ নগরীর পথে পথে নৌকাবাতি

ময়মনসিংহ সংবাদদাতা || ০৯ জানুয়ারী, ২০২৩, ০৩:০১ পিএম
ময়মনসিংহ নগরীর পথে পথে নৌকাবাতি


ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) শম্ভুগঞ্জ ব্রিজ থেকে শম্ভুগঞ্জ বাজার গোলচত্বর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে জ্বলে উঠেছে নৌকাকৃতির দৃষ্টিনন্দন আধুনিক এলইডি সড়কবাতি। যানবাহনের যাত্রীসহ স্থানীয়রা এই প্রকল্পের প্রশংসা করেন। উদ্বোধনের পর থেকে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।  

স্থানীয় বাসিন্দা রানা বলেন, ‘বর্তমান মেয়র দারুণ কাজ করছেন। এই প্রকল্পের আওতায় শহর যেমন আলোকিত হয়েছে, তেমনি সাজসজ্জাও হয়েছে বেশ। এই সড়কবাতিকে কেন্দ্র করে পর্যটন নগরী হয়ে উঠেছে ময়মনসিংহ।’

 যাত্রী রেহানা বলেন, ‘অনেক দিন পর এই রাস্তায় আসলাম। এসে মন ভরে গেলো। মনে হচ্ছে রাস্তাজুড়ে নৌকায় পাল তুলেছে।’

এসময় মেয়র টিটু বলেন, ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক আলোকিতকরণ প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে সড়ক আরও আলোকিত হয়ে উঠবে। করোনা ও বৈশ্বিক সংকটে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ সংকটও কেটে যাবে।’ 

এ সময় ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. এমদাদুল হক মন্ডল, ৩১,৩২,৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোছা. ফারজানা ববি কাকলি, মসিক জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মো. জিল্লুর রহমান, ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক শাহীনূর রহমান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মতিউল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রোববার (৮ জানুয়ারি) রাতে ৩২নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ ব্রিজ উত্তর পাড় এলাকায় ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এই সড়কবাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মো. ইকরামুল হক টিটু।

নজরুল/এম



আরো পড়ুন