০৫ মে ২০২৫, সোমবার



জেনে নিন ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন

ক্রীড়া ডেস্ক || ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৩৯ পিএম
জেনে নিন ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন


২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৪৮ দল নিয়ে। তাইতো  আগেভাগে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব। দক্ষিণ আমেরিকান অঞ্চলে থাকা ১০ দলকে নিয়ে শুরু হয় এবারের বাছাইপর্ব। 

আগামী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার অভিযানটা দুর্দান্তভাবে শুরু করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চলতি মাসে দুইটি করে ম্যাচ খেলে তারা। যেখানে উভয় ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। গোল পার্থক্যে এগিয়ে থাকায় ব্রাজিল আছে শীর্ষে, আর্জেন্টিনা দুইয়ে।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অক্টোবরেও দুইটি করে ম্যাচ খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা। আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল সেই ম্যাচ দুইটির সূচি প্রকাশ করেছে। 

কনমেবলের সূচি অনুযায়ী, ১৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ভেনেজুয়েলার বিপক্ষে লড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে কুইয়াবার অ্যারেনা পান্তানালে। ১৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৬টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে নেইমার-ভিনিসিয়ুসরা। 

অন্যদিকে,  কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ১৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৬টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের এস্তাদিও মাস মনুমেন্তালে। মেসিরা পরের ম্যাচ খেলতে যাবেন পেরুতে। ১৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৮টায় সেই ম্যাচে পেরুর বিপক্ষে লড়বে তারা। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন