০৫ মে ২০২৫, সোমবার



ভারতে টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু

ক্রীড়া ডেস্ক || ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৯ পিএম
ভারতে টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু


নানা নাটকীয়তার পর সাকিব আল হাসানের নেতৃত্বে বিশ্বকাপ খেলতে বুধবার ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল। এর এক দিন পরই  বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) চন্ডিকা হাথুরুসিংহের নেতৃত্বে  অনুশীলন শুরু করেছে সাকিব বাহিনী।

সামাজিক মাধ্যমে বিসিবির এক ভিডিও বার্তায় দেখা গেছে শুরুতে ক্রিকেটাররা কিছুটা ওয়ার্ম আপ করে নেন। এরপর সবাই ঘাম ঝরান ফুটবল অনুশীলনে। তার মাঝে কোচদের সঙ্গে ব্যক্তিগত অনুশীলনও সেরেছেন ক্রিকেটাররা। এছাড়া অনুশীলনের তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তদের ব্যাটিংটা ঝালিয়ে নিতে দেখা গেছে। পরে অনুশীলন শেষে টাইগার অধিনায়ক সাকিব দলের উদ্দেশে ব্রিফ করেন।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিশ্বকাপের মূল ম্যাচের আগে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। প্রথম প্রস্তুতি ম্যাচে আগামীকাল ভারতের গৌহাটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। 

আইসিসির থেকে জানানো হয়েছে, দিবারাত্রীর দুটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে ১৫ জনের সকলকে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে। 

৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায়।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন