০৫ মে ২০২৫, সোমবার



অর্থনীতি
প্রিন্ট

গাজায় ইসরায়েলের রাতভর বিমান হামলায় নিহত ৭১

আন্তর্জাতিক ডেস্ক || ১৭ অক্টোবর, ২০২৩, ০৮:৪০ এএম
গাজায় ইসরায়েলের রাতভর বিমান হামলায় নিহত ৭১


গাজা উপত্যকায় ক্রমাগত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যে সর্বশেষ চালানো এক বিমান হামলায় ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার(১৭ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডের দক্ষিণ অংশের একটি বাড়িতে ইসরায়েল বিমান হামলা চালায়। আর সেখানেই হতাহতের এই ঘটনা ঘটে।

গাজার একটি মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, রাফাহ ও খান ইউনিসের বাড়িগুলোতে চালানো বোমা হামলায় আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন। 

এদিকে, এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতে গাজা উপত্যকায় হামাস সদস্যদের অবস্থান লক্ষ্য করে ২০০টিরও বেশি বোমা ছুড়েছে।

অন্যদিকে উত্তর গাজা উপত্যকার কিছু এলাকায় ইসরায়েলের ভারী গোলাবর্ষণের খবর পাওয়া যাচ্ছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে চালানো হামাসের ওই অভিযানে হতবাক হয়ে পড়ে ইসরায়েল।

এরপরই এর প্রতিশোধ নিতে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। গাজাকে অবরুদ্ধ করে ক্রমাগত বিমান হামলা চালানোর কারণে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছে। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন