০৫ মে ২০২৫, সোমবার



৬ কিলোমিটার বেগে এগোচ্ছে নিম্নচাপ

ঢাকা বিজনেস ডেস্ক || ২২ অক্টোবর, ২০২৩, ০৮:৪০ এএম
৬ কিলোমিটার বেগে এগোচ্ছে নিম্নচাপ


দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টা এটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সমূহ আশঙ্কা দেখা দিয়েছে।  রোববার (২২ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, ‘নিম্নচাপটি ৬ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে। যদি এই গতিতেই এগিয়ে আসতে থাকে, তাহলে আগামী ২৬ অক্টোবর সকাল থেকে দুপুরের মধ্যে এটি স্থলভাগে উঠে আসবে।

আবুল কালাম মল্লিক বলেন, ‘গভীর নিম্নচাপে পরিণত হলে সাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হবে। এর অগ্রভাগের প্রভাবে আগামীকাল থেকে দক্ষিণাঞ্চের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুরু হবে। পর্যায়ক্রমে বৃষ্টির প্রবণতা বাড়তে থাকবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০ ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটর পশ্চিম-দক্ষিণপশ্চিমে ও মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৩৫ ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল নিম্নচাপটি। এটি আরও ঘনীভূত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন