০৫ মে ২০২৫, সোমবার



হিলিতে কমছে আলুর দাম, তবে...

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ০৩ নভেম্বর, ২০২৩, ০৬:৪১ এএম
হিলিতে কমছে আলুর দাম, তবে...


আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয়। এতে হিলি বন্দরের ২৯ জন আমদানিকারক সাড়ে ১৮ হাজার আলু আমদানির অনুমতি পায়। বৃহস্পতিবার (২ নভেম্বর) প্রথমদিনে ২ আমদানিকারক ৭ ভারতীয় ট্রাকে ১৮০ মেট্রিক টন আলু আমদানি করেন। এরমধ্যে মেসার্স নিশাত ট্রেডার্স ১৫০ মেট্রিন টন ও মেসার্স খান ট্রের্ডাস ৩০ মেট্রিক টন আলু আমদানি করে। পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। 

শুক্রবার (৩ নভেম্বর) হিলিবাজারে আলু কিনতে আসা মো. জামান হোসেন বলেন, ‘ভারত থেকে আলু আমদানি শুরু হওয়ায় দেশি আলুর দাম কেজিতে ৫ টাকা কমেছে। গতকাল গুটি আলু ৬৫ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার আকারে ছোট আলু ৫৫ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। আর স্টিক (লম্বা) আলু বিক্রি হচ্ছে ৫০ টাকার স্থলে ৪৫ টাকা কেজি দরে।’ 

খুচরা আলু বিক্রেতা মো. আশরাফ আলী বলেন, ‘ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।  আলুর দাম কমতে পারে। তাই আমরা আগের কেনা দেশি আলুই কেজিতে ৫ টাকা কমিয়ে বিক্রি করছি। ৬৫ টাকা দরের আলু ৬০ টাকা আর ৫০ টাকা দরের আলু ৪৫ টাকা কেজি দরে বিক্রি করছি।’ 

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী মো. ইউসুফ আলী বলেন, ‘হিলিবন্দরের ২৯ জন আমদানিকারক সাড়ে ১৮ হাজার আলু আমদানির অনুমতি পেয়েছেন। তারা হয়তো পর্যায়ক্রমে আলু আমদানি করবেন।’

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘সরকারের ভারত থেকে আলু আমদানির সিদ্ধানের পর বৃহস্পতিবার (২ নভেম্বর) হিলিবন্দর দিয়ে ২ জন আমদানিকারক ৭ ভারতীয় ট্রাকে ১৮০ মেট্রিক টন আলু আনা হয়েছে।’

ঢাকা বিজনেস/এনই /



আরো পড়ুন