০৫ মে ২০২৫, সোমবার



ডাচদের ৩৪০ রানের লক্ষ্য বেঁধে দিলো ইংল্যান্ড

ঢাকা বিজনেস ডেস্ক || ০৮ নভেম্বর, ২০২৩, ১২:৪১ পিএম
ডাচদের ৩৪০ রানের লক্ষ্য বেঁধে দিলো ইংল্যান্ড


নেদারল্যান্ডসকে ৩৪০ রানের লক্ষ্য বেঁধে দিলো ইংল্যান্ড। বুধবার (৮ নভেম্বর) ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ৩৩৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। শুরু থেকেই দ্রুতগতিতে রান তুলতে থাকেন এ দুই ব্যাটার। তবে ম্যাচের সপ্তম ওভারে আঘাত হানেন আরিয়ান দত্ত।

আরিয়ানের বল সুইপ করতে গিয়ে মিকিরিনের তালুবন্দী হন ১৫ রান করা বেয়ারস্টো। জো রুটকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন মালান। দারুণ ব্যাটিংয়ে মাত্র ৩৬ বলে অর্ধশতক পূরণ করেন এ ব্যাটার। তিনি ছিলেন সেঞ্চুরির পথেও।

তবে ৮৭ রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে সাজঘরে ফেরেন মালান। তার একটু আগে বোল্ড হন জো রুটও। এ ব্যাটার করেন ২৮ রান। হ্যারি ব্রুক ও জস বাটলার কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। আউট হওয়ার আগে এ দুই ব্যাটার যথাক্রমে ১১ ও ৫ রান করেন।

মঈন আলীও ৪ রানে আউট হলে বেশ বিপদে পড়ে ইংল্যান্ড। ১৯২ রানে ৬ উইকেট হারিয়ে অল্পেই গিটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে দলটি। তবে দলের বিপদের মুখে হাল ধরেন বেন স্টোকস ও ক্রিস ওকস। দুজনের ব্যাটে পাল্টা আক্রমণ শুরু করে ইংলিশরা।

ইনিংসের শেষদিকে ৭৮ বলে চলতি আসরে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পান বেন স্টোকস। অন্যপ্রান্তে ফিফটি পূরণ করেন ক্রিস ওকস। ৫১ রানে তিনি ফিরলে ভাঙে দুজনের ১২৯ রানের দুর্দান্ত জুটি।

শেষ পর্যন্ত স্টোকসের ১০৮ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডের বড় সংগ্রহ নিশ্চিত হয়। নেদারল্যান্ডসের হয়ে বাস ডি লিড তিনটি, ভ্যান বিক ও আরিয়ান দুটি এবং মিকিরিন একটি করে উইকেট নেন।

/ঢাকা বিজনেস/



আরো পড়ুন