অনূর্ধ্ব-১৯ দশম এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল আগামীকাল রোববার (১৭ ডিসেম্বর)। ফাইনালে বাংলাদেশ পেয়েছে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতকে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১ টায় দুবাইয়ে শুরু হবে ওয়ানডে ফরমেটের ফাইনাল। খেলা দেখা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি’র ইউটিউব চ্যানেলে।
এর আগে গত শুক্রবার সেমিফাইনালে ভারতকে ১৮৮ রানে আটকে দিয়েছিল জুনিয়ার টাইগাররা। বাংলাদেশ ওই ম্যাচ সহজেই জিতে ৪ উইকেটে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত সেমিফাইনালে হারায় শক্তিশালী পাকিস্তানকে। তারা জিতে ১১ রানে।
এর আগে আট দল নিয়ে শুরু হয়েছিল এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল এবং জাপান।
এ গ্রুপে পাকিস্তানের কাছে হেরে রানার আপ হয়েছিল ভারত। সেমিফাইনালে তাদেরকে বিদায় করে বি গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কাকে টপকে গ্রুপ রানার আপ হয়ে সেমিতে উঠে আরব আমিরাত। সেমিতে তারা হারায় এ গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তানকে।
গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হেরেছিল আরব আমিরাত। এজন্য ফাইনালে ফেভারিট সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ। আমিরাত দলটি এবারই প্রথম বৈশ্বিক ক্রিকেটের কোনো ফাইনালে উঠল। এজন্য তারা দারুণ উজ্জীবিত। খুশিতে তারা দর্শকদের জন্য স্টেডিয়ামে প্রবেশ ফ্রি করে দিয়েছেন।
তবে সাম্প্রতিক পারফরমেন্স এবং শক্তিমত্তার দিক বিচার করলে বাংলাদেশ অনেকটা এগিয়ে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই এগিয়ে বাংলাদেশ। সবমিলিয়ে বলা যায়- বাংলাদেশের হাতেই শোভা পাচ্ছে এবারের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ।
ঢাকা বিজনেস/এমএ/