০১ জুন ২০২৪, শনিবার



মূল্য কমলো জ্বালানি তেলের

ঢাকা বিজনেস ডেস্ক || ০৮ মার্চ, ২০২৪, ১০:০৩ এএম
মূল্য কমলো জ্বালানি তেলের


স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের ধারাবাহিকতায়  প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের বিক্রয়মূল্য কমিয়ে সমন্বয় করা হয়েছে।  বৃহস্পতিবার (৭ মার্চ) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডিজেল ও কেরোসিনের বিদ্যমান বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৯ টাকা হতে ৭৫ পয়সা কমিয়ে প্রতি লিটারের দাম ১০৮ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অকটেনের বিদ্যমান বিক্রয়মূল্য প্রতি লিটারে ৪ টাকা কমিয়ে ১৩০ টাকা থেকে ১২৬ টাকা করা হয়েছে। পেট্রোলের বিদ্যমান বিক্রয় মূল্য প্রতি লিটারে ৩ টাকা কমিয়ে ১২৫ টাকা থেকে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।



আরো পড়ুন