০৫ মে ২০২৫, সোমবার



৭ লাখ নকল বিড়ি ও সরঞ্জামসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পাবনা সংবাদদাতা || ২৩ জানুয়ারী, ২০২৩, ০৯:০১ পিএম
৭ লাখ নকল বিড়ি ও সরঞ্জামসহ ব্যবসায়ী গ্রেপ্তার


পাবনার আতাইকুলায় র‌্যাব অভিযান চালিয়ে ৭ লাখ পিস নকল বিড়ি, ১০ হাজার নকল ব্যান্ডরোল ও সরঞ্জামসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৩ জানুয়ারি) ভোরে র‌্যাব এ অভিযান পরিচালনা করে। 

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে জেলার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউপির রঘুরামপুর গ্রামে আবু তালেব নামের জনৈক ব্যক্তি নকল বিড়ি উৎপাদন করে তা বাজারজাত করে আসছিলেন। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন ও সিনিয়র এএসপি কিশোর রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে নকল বিড়ি ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়ি থেকে নকল ৭ লাখ পিস বিড়ি ও নকল ১০ হাজার ব্যান্ডরোলসহ সরঞ্জাম উদ্ধার করা হয়। 

আসামীর নাম জব্বার প্রামানিক। তাকে স্থানীয় থানায় সংশ্লিষ্ট অভিযোগে মামলা দায়েরের পর সোপর্দ করা হয়। পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

র‌্যাব জানায়, আসামী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল বিড়ি এবং নকল ব্যান্ডরোল তৈরি করে বাজারজাত করছেন। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন তিনি।

আরিফ/এম



আরো পড়ুন