এক মাস সিয়াম সাধনার পর বৃহস্পতিবার (১১ এপ্রিল) সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দিনের শুরু হয়েছে ঈদের জামাতের মাধ্যমে। রাজধানী ঢাকায় সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এরপর আরও চারটি জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মোকারমে।
এছাড়া, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এতে ঈমামতি করেন বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয় জাতীয় ঈদগাহে। একইসঙ্গে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। ইমামতি করেন হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, মুকাব্বির ছিলেন কারি মো. ইসহাক মুয়াজ্জিন।
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। ইমামতি করেন হাফেজ মাওলানা মো. এহসানুল হক, মুকাব্বির ছিলেন হাফেজ মো. আতাউর রহমান। তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম, মুকাব্বির ছিলেন মো. আব্দুল হাদী। চতুর্থ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। ইমামতি করেন ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, মুকাব্বির ছিলেন মো. জসিম উদ্দিন। পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টা ৪৫ মিনিটে। ইমামতি করেন হাফেজ মাওলানা ইমরান বিন নূরউদ্দীন, মুকাব্বির ছিলেন মো. রুহুল আমিন।
এছাড়া রাজধানীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সোয়া ৭টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও পৌনে ৯টায় অনুষ্ঠিত হয়। দারুস সালাম মীর বাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও সকাল ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়।
পুরান ঢাকার লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে সকাল ৭টায়, লক্ষ্মীবাজার নুরানি জামে মসজিদে সকাল পৌনে ৮টা ও সকাল সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। খিলগাঁও চৌধুরীপাড়া পল্লীমা সংসদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত হয় সকাল ১০টায়। সিলেটের শাহী ঈদগাহে জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে এবার ঈদের তিনটি জামাত হয়। এর মধ্যে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত ৮টায় এবং সর্বশেষ জামাত হয় সাড়ে ৮টায়।