০৫ মে ২০২৫, সোমবার



আইপিএল থেকে হঠাৎ বিরতিতে গেলেন ম্যাক্সওয়েল

ক্রীড়া ডেস্ক || ১৬ এপ্রিল, ২০২৪, ০৭:৩৪ এএম
আইপিএল থেকে হঠাৎ বিরতিতে গেলেন ম্যাক্সওয়েল


চলতি আইপিএলে এখন পর্যন্ত যারা ব্যর্থ হয়েছেন, তাদের মধ্যে সবার প্রথমে নাম থাকবে ম্যাক্সওয়েলের। চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। যার কারণে নিজ থেকেই অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল।

এবারের আইপিএলে ৬ ম্যাচ খেলে মাত্র ২৮ রান করেছেন ম্যাক্সওয়েল। যেখানে তার স্ট্রাইক রেট ৯৪.১২। বিশ্বমানের এই ক্রিকেটার আইপিএলে এমন হতশ্রী পারফর্ম করবেন তা কেউ মেনে নিতে পারেননি। হয়তো ম্যাক্সওয়েল নিজেও তা মানতে পারেননি। তাই নিজ থেকেই সোমবার (১৫ এপ্রিল) হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ খেলতে চাননি এই অজি ক্রিকেটার।

শুধু গতকালই নয়, অনির্দিষ্টকালের জন্য বিরতিতে গেছেন ম্যাক্সওয়েল। কবে তিনি আবার দলে ফিরবেন, সে বিষয়েও কিছু জানাননি তিনি। সোমবার হায়দ্রাবাদের বিপক্ষে হারের পর এই সিদ্ধান্ত নেন ম্যাক্সওয়েল।



আরো পড়ুন