০৫ মে ২০২৫, সোমবার



ঈদের ছুটি শেষে হিলিতে বেড়েছে ব্যস্ততা

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ১৭ এপ্রিল, ২০২৪, ০৫:৩৪ এএম
ঈদের ছুটি শেষে হিলিতে বেড়েছে ব্যস্ততা


ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটির কারণে টানা ৬ দিন বন্ধ ছিল দিনাজপুরের হিলিবন্দর। ফলে এই ক’দিন আমদানি-রপ্তানি ছিল বন্ধ।  ঈদ ও নববর্ষের ছুটি শেষে এই বন্দরে পুরোদমে শুরু হয়েছে আমদানি-রপ্তানি। তাই বন্দরেও ফিরে এসেছে আগের মতো কর্মচাঞ্চল্য।  মঙ্গলবার (১৭ এপ্রিল) হিলিবন্দর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। 

হিলি বন্দরের শ্রমিক আবুল কাশেম বলেন, ‘বন্দর চালু থাকলে আমাদের কোনো সমস্যা হয় না। যা রোজগার হয়, তা দিয়ে সংসার চলে। কিন্তু যখন টানা বন্ধ থাকে, তখন পড়তে হয় সমস্যায়। এখন বন্দর খুলেছে। আর কোনো সমস্যা থাকবে না।’ 

হিলি স্থলবন্দরের শ্রমিক প্রধান গোলাম মোর্শেদ বলেন, ‘হিলি বন্দরের ওপর নির্ভরশীল  কয়েক হাজার পরিবার। শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন সেক্টেরের সঙ্গে জড়িতে তারা। প্রতিদিন যা আয় হয়, তা দিয়ে চলে তাদের সংসার। কিন্তু টানা ছুটির কারণে তারা বেকার হয়ে পড়ে।’

হিলি বন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে হিলি বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারকদের সিদ্ধান্ত মোতাবেক চলতি এপ্রিল মাসের ৯ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত টানা ৬ দিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি। ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।’ 

মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘ছুটি শেষে সোমবার থেকে আবারও পুরোদমে শুরু হয়েছে আমদানি-রপ্তানিসহ পানামা পোর্ট অভ্যন্তরে লোড-আন লোড কার্যক্রম। এতে খুশি বন্দরের কর্মরত শ্রমিকসহ ট্রাক চালক, ট্রাক বন্দোবস্তকারীসহ সংশ্লিষ্টরা। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তারা।’ 

পানামা হিলি পোর্ট লিং লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) থেকে হিলিবন্দর দিয়ে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এতে বন্দরের শ্রমিকসহ বন্দর সংশ্লিষ্টদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। যথাসময়ে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আসছে। কাস্টমসের যাবতীয় কার্যক্রম শেষে পোর্ট থেকে বের হয়ে যাচ্ছে।’ 

এদিকে হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, গেলো দু’দিনে সোমবার (১৫ এপ্রিল) ও মঙ্গলবার (১৬ এপিল) হিলি দিয়ে ২২৯ ভারতীয় ট্রাকে পাথর, ভুসি, আদা, বাদাম, আলু, তেতুলের বিচি, খৈল, খেসাড়ি ডাল ও মশুর ডাল আমদানি হয়েছে।  

/ঢাকা বিজনেস/এনই/




আরো পড়ুন