লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন বাংলাদেশি যারা


ক্রীড়া ডেস্ক , : 21-05-2024

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন  বাংলাদেশি যারা

তাসকিনের সামনে আরও একটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ। মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলাম। সেখানে নামিদামি অনেক ক্রিকেটারকেই দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আজকের নিলাম থেকে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন তাসকিন। 

বাংলাদেশি এই পেসারের নাম উঠেছিল পেস বোলারদের ক্যাটাগরিতে। সেখানেই দল পেয়ে যান তাসকিন। ৫০ হাজার ডলার ছিল তার ভিত্তিমূল্য। সেখানেই আগ্রহ দেখায় কলম্বো স্ট্রাইকার্স। আর কোনো বিড না থাকায় কলম্বোর জার্সিতে আগামী এলপিএলে মাঠ মাতাবেন তাসকিন।

তাসকিনের পাশাপাশি লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে খেলবেন মুস্তাফিজুর রহমানও। কদিন আগে বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। ড্রাফটের আগে রিটেইন এবং প্রি-সাইনড ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে আয়োজকরা। 

তাসকিনের দল পাওয়ার দিন দল পাননি তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, নাজমুল শান্ত, তামিম ইকবাল, শরিফুল ইসলামরা। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com