কারিগরি শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৭৫ কোটি টাকা দেবে জাপান। এ বিষয়ে সোমবার (১৩ মার্চ) রাজধানীর শের-এ-বাংলা নগরে ইআরডি কার্যালয়ে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খানে এবং জাইকার বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তোমোহিদ।
টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ (টিটিটিসি), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট (ডিপিআই) ও ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিটের (ডিএমআই) ল্যাবরেটরির যন্ত্রপাতি আধুনিকায়নের জন্য এই অনুদান ব্যবহার করা হবে। এছাড়া নির্ধারিত প্রযুক্তির (ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ও কম্পিউটার) সরঞ্জামাদি স্থাপন এবং ল্যাবরেটরি বা ওয়ার্কশপ সংস্কারের জন্য এই অনুদান ব্যবহার করা হবে। এসব পলিটেকনিক ইনস্টিটিউটগুলোয় এই বিষয়গুলোর শিক্ষক বা প্রশিক্ষকদের সক্ষমতা বাড়ানোও এই প্রকল্পের আওতায় থাকবে।
ঢাকা বিজনেস/এনই/