মিরপুর টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক , : 22-12-2022

মিরপুর টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের পর বিরতি নিয়ে আবারও শুরু হয়েছে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ। ঢাকার মিরপুরে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করছেন সাকিবরা।

প্রথম টেস্ট হেরে বাংলাদেশ শিবিরে দুই পরিবর্তন আনা হয়েছে। একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার মুমিনুল হক এবং বাদ পড়েছেন ব্যাটার ইয়াসির রাব্বী ও পেসার এবাদত।

নতুন বছরের আগে শেষবারের মতো মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। কিন্তু চট্টগ্রাম টেস্টে বেশ বড় ব্যবধানে হার দেখেছে সাকিব আল হাসানের দল। তাই বছরের শেষটা রাঙাতেই চাইবে টাইগার শিবির। আর এজন্য মিরপুরে ভারতের বিপক্ষে টেস্ট জয়ের বিকল্প নেই।

বাংলাদেশ একাদশ 

নজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ 

কে এল রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), আর অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com