ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর সোমবার (৩ জুলাই) থেকে দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে। আর এই খবরে বাজারে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। একদিনের ব্যবধানে কেজিতে কমেছে ১০০ টাকা। শনিবার (১ জুলাই) প্রতিকেজি কাঁচা মরিচ ৫০০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ (২ জুলাই) বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। আমদানি শুরু হলে দাম আরও কমে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হিলি বাজারে ঘুরে ক্রেতা-বিক্রেতাসহ আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমদানির খবরে কমছে কাঁচা মরিচের দাম। হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা মো. ফরিদুর রহমান বলেন, ‘গতকাল (শনিবার) ৫০ টাকা দিয়ে ১০০ গ্রাম কাঁচা মরিচ কিনেছি। আর আজ একদিনের ব্যবধানে কেজিতে ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০০ টাকা।’
ফরিদুর রহমান আরও বলেন, ‘আগামীকাল থেকে বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আসা শুরু হবে। এর ফলে দাম কমে যেতে পারে। তাই হয়তো খুচরা বিক্রেতারা আগেভাগেই ১০০ টাকা কমে বিক্রি করছেন।’
কাঁচা মরিচ বিক্রেতা মো. মোকারম হোসেন বলেন, ‘কয়েকদিন ধরে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম ছিল। এ ছাড়াও, ঈদের কারণে বন্দর দিয়ে আমদানিও বন্ধ ছিল। তাই প্রতিকেজি কাঁচা মরিচ ৫০০ টাকা কেজি উঠেছিল। আগামীকাল থেকে বন্দর খুলবে আর আজ একটু বাজারে সরবরাহও বেড়েছে। কৃষকদের কাছ থেকে ৩৮০ টাকা কেজি দরে কিনে ৪০০ টাকা কেজি দরে বিক্রি করছি। আগামীকাল (সোমবার) ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হলে দাম অনেকটাই কমে আসবে।’
আমদানিকারক মো. শাহিনুর রেজা বলেন, ‘১০ মাস পর সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় গত ২৫ জুন। তারপর ২৬ জুন মাত্র একদিন বন্দর খোলা ছিল। ২৭ জুন থেকে আজ ২ জুলাই পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ আছে। আগামীকাল থেকে বন্দর খুললে কাঁচা মরিচ আমদানি বেড়ে যাবে। দামও স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।’
তিনি আরও বলেন, ‘বন্দর বন্ধ থাকার সুযোগে ক্রেতাদের জিম্মি করে ৫০০ টাকা পর্যন্ত কাঁচা মরিচ বিক্রি করেছে মজুতদারসহ খুচরা বিক্রেতারা।’
হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী মো, ইউসুফ আলী ঢাকা বিজনেসকে বলেন, ‘গত বছরের ২৪ আগস্ট থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিল। গত ২৫ জুন সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়। এর ফলে ২৬ জুন থেকে হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। একদিনেই ২৭ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেন আমদানিকারকেরা। ঈদুল আজহায় ৬ দিন হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আছে। তবে আগামীকাল সোমবার থেকে আমদানি-রপ্তানি শুরু হবে।’
ঢাকা বিজনেস/এইচ