রাকিবের গোল এগিয়ে গেলো বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক , : 17-10-2023

রাকিবের গোল এগিয়ে গেলো বাংলাদেশ

ফিফা বিশ্বকাপ প্রাক বাছাইয়ে  দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেনের নৈপুণ্যে শুরুতেই লিড পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে মালদ্বীপ। যেখানে ম্যাচের ১১তম মিনিটেই প্রতিপক্ষে জাল খুঁজে নেন রাকিব।

ম্যাচের শুরু থেকেই মালদ্বীপকে চাপে রাখে স্বাগতিকরা। তারই ধারাবাহিকতায় ম্যাচের ১১তম মিনিটে ফাহিমের বলে হুসাইন শরিফকে বোকা বানিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন রাকিব।

এরপর গোছানো ফুটবলে মালদ্বীপকে ব্যস্ত করে তুলে বাংলাদেশ। আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে জামাল ভূঁইয়াদের। কিন্তু ওয়ান বাই ওয়ানে দুর্দান্ত সুযোগটি মিস করেন রাকিব।

এই ম্যাচে মদকাণ্ডে নিষেধাজ্ঞায় দলে নেই আনিসুর রহমান জিকো, তপু বর্মণ ও মোরসালিনের মতো তারকারা। তবে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে রাকিব হোসেন, মিতুল মারমা, তারেক কাজী, জামাল ভূঁইয়া ও সাদ উদ্দিনরা।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com