সোনামসজিদ স্থলবন্দর কিভাবে চলে


মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ , : 0000-00-00 00:00:00.00000

সোনামসজিদ স্থলবন্দর কিভাবে চলে

দেশর উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জ। এখানেই রয়েছে ‘সোনামসজিদ স্থলবন্দর’। এই বন্দর দিয়ে সারাবছরই পাথর, পেঁয়াজ, মসলাসহ কৃষিপণ্য আমদানি হয়। বন্দর ঘিরে এই অঞ্চলে গড়ে উঠেছে একাধিক বাজার। আমদানিকরা পণ্য বিক্রি হওয়ায় এ অঞ্চলের বাজারগুলো সারাবছরই ব্যস্ত থাকে।  

সোনামসজিদ বন্দরের যাত্রা 
‘সোনামসজিদ শুল্ক স্টেশন’ নাম নিয়ে ১৯৯২ সালে যাত্রা শুরু করে বন্দরটি। পরে আঞ্চলিকভাবে ‘সোনামসজিদ স্থলবন্দর’ নামে পরিচিত লাভ করে। নৌপরিবহণ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বন্দরটি দেখাশোনা করে।

পরিচালনা করে যারা 
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনার দায়িত্বে আছে ‘পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড’। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান ২০০৬ সালের ২৭ নভেম্বর ২৫ বছরের চুক্তিতে ‘সোনামসজিদ শুল্ক স্টেশন’ পরিচালনার দায়িত্ব নেয়। ১৫ বছর সাড়ে ৯ মাস ধরে এই বন্দর পরিচালনা করে আসছে পানামা। এই প্রতিষ্ঠানে কাজ করছেন শতাধিক কর্মকর্তা-কর্মচারী। 

বন্দর দিয়ে যা আমদানি হয় 
পাথর, ভুট্টা, খৈল, হার্ডওয়ার, ফেব্রিক্স, মরটশুটি, জুসার, আগরবাতি, রসুন, পেঁয়াজ, গম, কাঁচা মরিচ, শুকনা মরিচ, টায়ার-টিউব, গমের ভুষি, খেঁসারি ভূষি, গ্লাসবিডস, মোটর পার্টস, আখের গুড়, মটর ডাল, ছোলা, শুটকি, আপেল, কমলা, টমেটো, আনার বা ডালিম ইত্যাদি।

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com