জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা ওঠার কথা থাকলেও কোনো আয়োজন ছাড়ায় শুরু হয়েছে এবারের বিশ্বকাপ। তবে উদ্বোধনী অনুষ্ঠান না হলেও থাকছে জমকালো সমাপনী অনুষ্ঠান। অপ্রতিরোধ্য ভারতের সামনে বিশ্ব আসরেরর সফলতম অস্ট্রেলিয়া। এখনো নিজেদের সেরা পারফরম্যান্সের অপেক্ষায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। আর ভারত বিশ্বাসী দলগত পারফরম্যান্সে। রোববার (১৯ নভেম্বর) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে দুপুর আড়াইটায়।
বিশ্বকাপের ফাইনালকে কেন্দ্র করে জমকালো আয়োজন করা হয়েছে। ফাইনাল ম্যাচের অন্তত দুই ঘণ্টা আগে থেকেই শুরু হবে আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় দুপুর ১২:৩০ মিনিটে আহমেদাবাদ স্টেডিয়ামের ওপর দিয়ে উড়ে যাবে ইন্ডিয়ান এয়ার ফোর্সের ৯টি যুদ্ধবিমান, যারা দেখাবে অ্যাক্রোব্যাটিক এয়ার শো। সুরিয়াকিরান নামের একটি দল নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের ওপর এই শো উপস্থাপন করবে।
ম্যাচের মধ্যে থাকবে অধিনায়কদের প্যারেড। ১৯৭৫ সাল থেকে সব ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়কদের দাওয়াত দেয়া হয়েছে ফাইনাল উপভোগের জন্য। দুই ইনিংসের বিরতিতে থাকছে জনপ্রিয় সঙ্গীত সম্পাদক প্রীতমের আয়োজনে সঙ্গীতানুষ্ঠান। একই সঙ্গে নাচবেন প্রায় ৫০০জন নৃত্যশিল্পীরা।
ম্যাচের ফলাফল চলে আসার সঙ্গে সঙ্গে শুরু হবে বিশেষ লেজার শো এবং ড্রোন শো। চ্যাম্পিয়ন দলকে অভিবাদন জানাতেই হবে এই পুরো আয়োজন।