গাজায় মৃতের সংখ্যা প্রায় ১৫ হাজার: হামাস


আন্তর্জাতিক ডেস্ক , : 24-11-2023

গাজায় মৃতের সংখ্যা প্রায় ১৫ হাজার: হামাস

গাজায় গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি আক্রমণে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজা'র ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হামাস সরকার জানায়,নিহতের সংখ্যা অন্তত ১৪ হাজার ৮৫৪ জনে পৌঁছে। নিহতদের মধ্যে ৬ হাজার ১৫০ শিশু ও ৪ হাজর নারী রয়েছে। এই যুদ্ধে আরও ৩৬ হাজার আহত হয়েছে।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com