মোংলাবন্দরের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


বাগেরহাট করেসপন্ডেন্ট , : 01-12-2023

মোংলাবন্দরের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মোংলাবন্দরের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বন্দর কর্তৃপক্ষ। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৯ টায় পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকির আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে বন্দর জেটিতে  প্রতিষ্ঠাবাষির্কীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, সর্বোচ্চ বন্দর ব্যবহারকারীদের ক্রেস্ট প্রদান, কৃতিত্বপূর্ণ কাজের জন্য নির্বাচিত কর্মকর্তা কর্মচারীদের ক্রেস্ট প্রদান, বিদায়ী কর্মকর্তা কর্মচারীদের ক্রেস্ট প্রদান করা হয়। মোংলাবন্দরের অগ্রগতি কামনায় দোয়া অনুষ্ঠান ও  মধ্যাহ্ন ভোজের মধ্যদিয়ে শেষ হয় বন্দরের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা।

বন্দর কর্তপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এসময় সামরিক বেসামরিক কর্মকর্তা, বন্দরের পদস্থ কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতা, মোংলায় কর্মরত সংবাদ কর্মিগন, সিবিএ নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৭৩ বছর আগে ১৯৫০ সালের ১ ডিসেম্বর দেশের সামুদ্রিক বন্দর হিসেবে যাত্রা শুরু করে মোংলা। একই বছর ১১ ডিসেম্বর পশুর নদীর জয়মনির ঘোলে ‘দি সিটি অব লিয়নস’ নামক একটি ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ নোঙরের মাধ্যমে প্রথম মোংলাবন্দরের কার্যক্রম শুরু হয়। ১৯৮৭ সালের পোর্ট অব চালনা অথরিটি এ্যাক্ট অনুসারে প্রথমে চালনা বন্দর কর্তৃপক্ষ ও পরবর্তীকালে মোংলা পোর্ট অথরিটি নামে প্রতিষ্ঠা লাভ করে।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com