১৭ মে ২০২৪, শুক্রবার



রাষ্ট্রপতি নির্বাচনে কে হবে আ.লীগের প্রার্থী, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার || ০৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:৩২ এএম
রাষ্ট্রপতি নির্বাচনে কে হবে আ.লীগের প্রার্থী, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে কে হবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, আমরা সংসদ নেতাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দায়িত্ব দিয়েছি। তিনিই সিদ্ধান্ত নেবেন।’ 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘সংসদীয় দলের পক্ষ থেকে আমি প্রস্তাব করেছি, আমাদের সংসদীয় দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর দায়িত্ব অর্পণের এবং এই প্রস্তাবে সবাই সমর্থন দিয়েছেন।’

কোনো নাম নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, না। আমরা একজনকে দায়িত্ব দিয়েছি। এখন ডিসিশন নেওয়ার মালিক তিনি। ১৯ তারিখের আগেই আপনারা জানবেন। আমরা কেউই কিছু জানি না।’

আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন জমা দেবেন। এর আগে দলের প্রার্থী কে তা প্রকাশ করা হবে না। সভায় বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্যদের এলাকামুখী হতে বলেন।

এর আগে, সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয়েছে ২০১৮ সালের ২৫ জানুয়ারি। ওই সময় ১৮ ফেব্রুয়ারি ভোটের তারিখ থাকলেও একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ ফেব্রুয়ারি নির্বাচিত হন মো. আবদুল হামিদ। আগামী এপ্রিলে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হচ্ছে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন