১৭ মে ২০২৪, শুক্রবার



ঈদের ছুটিতে বিদ্যালয়সহ সব স্থাপনা পরিচ্ছন্ন রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার || ২৭ জুন, ২০২৩, ০৯:০৬ এএম
ঈদের ছুটিতে বিদ্যালয়সহ সব স্থাপনা পরিচ্ছন্ন রাখার নির্দেশ


সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে ঈদুল আজহার ছুটির পূর্বে এবং ছুটি পরবর্তী সময়ে প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দেশনায় এ তথ্য জানা যায়। এর আগে শনিবার (২৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ এবং দপ্তর/সংস্থার কার্যক্রম পর্যালোচনায় গত ২২ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে দ্বিতীয় আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়। 

সভায় নির্দেশনায় বলা হয়েছে, সব মন্ত্রণালয়/বিভাগ স্ব-উদ্যোগে তাদের অধীনস্থ দপ্তর/ সংস্থার আওতাধীন প্রতিষ্ঠানগুলো মশাবাহিত রোগ বিশেষ করে এডিস মশার প্রার্দুভাব প্রতিরোধের লক্ষ্যে এডিস মশার লার্ভা জন্মদান করতে না পারে সেজন্য ঈদুল আজহার ছুটির আগে ও পরে অফিস/বিদ্যালয় খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন