এ বছর বলিউড ইন্ডাস্ট্রির জন্য স্বপ্নের মতো। শাহরুখ খানের পাঠান দিয়ে শুরু। এরপর একে একে অনেকগুলো সিনেমা সফলতার মুখ দেখেছে। যার প্রভাব বক্স অফিসেও ধরে রেখেছে সিনেমাগুলো। সব শেষ মুক্তি পাওয়া আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিম গার্ল টু’ সিনেমা টি মাত্র ১২ দিনেই হয়েছে সুপার হিট। রাজ শান্ডিল্য পরিচালিত এ সিনেমা এখন পর্যন্ত বক্স অফিস থেকে আয় করে নিয়েছে ১৫৩ কোটি রুপি।
গত ২৫ আগস্ট ভারতের আড়াই হাজার পর্দায় মুক্তি পায় ‘ড্রিম গার্ল টু’। বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ‘ড্রিম গার্ল টু’ আয় করেছিল ১০.৬৯ কোটি রুপি। গতকাল ছিল মুক্তির ১২তম দিন। এদিন বিশ্বব্যাপী আয় করেছে ৩ কোটি রুপি। সবকিছু মিলিয়ে মাত্র ১২ দিনে শুধু ভারতে আয় করেছে ১২৭ কোটি রুপি। বাকি আয় গোটা বিশ্ব থেকে হয়েছে বলে গণমাধ্যমটি নিশ্চিত করেছে।
‘ড্রিম গার্ল টু’ সিনেমায় আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। এছাড়াও রয়েছেন আসরানি, পরেশ রাওয়াল, আন্নু কাপুর, অভিষেক ব্যানার্জি, মনজোত সিং, রাজপাল যাদব, বিজয় রাজ, সীমা পাহওয়া প্রমুখ। ৬৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন একতা কাপুর।
নির্মাতা রাজ শান্ডিল্য ২০১৯ সালে নির্মাণ করেন ‘ড্রিম গার্ল’। এ সিনেমায় পূজার সুরেলা কণ্ঠের জাদু কাবু করেছিল অনেককেই। ফোনের অপর প্রান্ত থেকে এই স্বপ্নের সুন্দরীর মধুর আওয়াজ ভেসে আসত। পূজার আড়ালে আসলে ছিলেন এক পুরুষ। আর তিনি হলেন আয়ুষ্মান খুরানা। দ্বিতীয় পার্টেও পূজা চরিত্র রূপায়ন করেছেন এই অভিনেতা। সিনেমাটি নির্মাণ করতে খরচ হয়েছে ৩৫ কোটি রুপি।
ঢাকা বিজনেস/এন