১৭ মে ২০২৪, শুক্রবার



মোংলায় এক মাসে ৮ কন্টেইনারবাহী জাহাজের নোঙ্গর

বাগেরহাট প্রতিনিধি || ২৯ এপ্রিল, ২০২৪, ০৬:০৪ পিএম
মোংলায় এক মাসে ৮ কন্টেইনারবাহী জাহাজের নোঙ্গর


করোনা পরবর্তী এই প্রথম বারের মতো মোংলাবন্দর জেটিতে এক মাসে সর্বোচ্চ ৮ কন্টেইনারবাহী বাণিজ্যিক জাহাজ  ভিড়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে এমভি মার্কস হাই পং নামক কন্টেইনারবাহী লাইবেরিয়ার  পতাকাবাহী জাহাজটি  বন্দরের ৯ নম্বর  জেটিতে ভেড়ার মধ্য দিয়ে চলতি এপ্রিল মাসে সর্বোচ্চ  ৮ টি জাহাজ ভিড়েছে মোংলায়। মোংলাবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান মুন্সি এই তথ্য নিশ্চিত করেন। 

সোমবার আসা জাহাজে ১৮৭৫  টি মেশিনারিজ, ইলেকট্রিক ও গামেন্টস  পন্য আমদানী করা হয়। 

মোংলাবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক জানান, করোনা পরবর্তী মোংলা বন্দরে কন্টেইনারবাহী জাহাজ আসা কমে গিয়েছিল। পদ্মাব্রিজ  ও বন্দরে আধুনিক কন্টেইনার হ্যান্ডলিং চালু করার পর  ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বেড়েছে। তাই সব ধরনের জাহাজ আসাও বেড়েছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসে কন্টেইনারবাহী ৮টি জাহাজ ভিড়েছে বন্দরে। 

ঢাকা বিজনেস/বাপ্পা/এনই 



আরো পড়ুন