চলতে চলতে থেমে যাই, দূর চিন্তার সাগরে,
পানিতে ভাসে স্বপ্নের ছবি, ধীরে মুছে যায়
কল্পনার নায়ে ভেসে ভেসে, অজানার পথ খুঁজি,
কালো চাঁদের আলোয়, মাঝে মাঝে ভুল পথ দেখি।
মনের গভীরে এক আকাশ, বৃষ্টির দানা ভরা,
ধূসর মেঘে হারিয়ে যায়, তরী সূর্যের হাসির।
এতটুকু ক্ষণস্থায়ী, তবু চিরকাল,
ভাবনারা অমলিন, হৃদয়ের গভীরের কাল।
স্বপ্নেরা জমেসেখানে, চিন্তা চিরতরে,
ঘুরে ঘুরে পথ চলে, সেদিনের অচেনা রাস্তায়,
ভাবনার জগৎই যেন, প্রেমের অক্ষয় রথ।